Friday 8 November 2013

আমি ও ইয়ঙফ্র


  আমি ও ইয়ঙফ্র
পাহাড়ের অসমতল পথে একলা চলা তো সহজ আরামের  মন বিমননে,স্বচ্ছন্দ গতিভঙ্গে একদল অবলা অবেলায় একসাথে অনুষ্টুপ ছন্দ-চরণে। সর্পিল গতিতে চলন্ত যানে আমরা উঁকি ঝুঁকি ভঙ্গিমায় সওয়ারী কজন,সকলেই বিহ্বল অভিভূত ইয়ঙফ্রর চূড়োয় থামল গতি যখন বাক্যহারা নির্নিমেষ। সুন্দর স্বর্ণমুকুটের মাঝে একটুকরো হীরের দ্যুতি-অরুণ অরুণিমায় ঝলমল অশেষ নেই-সীমানায়। দৃষ্টি শুধু দৃষ্টির মাঝে হারিয়ে খোঁজে ইতি-উতি হারিয়ে যাওয়া মন কিনারায়। এ অনুভূতির হৃদয়- ফুলের ভিতরকার মধুটুকুর মতো মধুর” ধার করা কথায়। বরফ-ঘরের শীতলতা ছোঁয়নি কাউকেই, নিমেষের উচ্ছলতায় উদ্দাম আমজনতা সেইসময়। সময়ের  উপেক্ষায় ও ফেলে আসার বিষণ্ণতায় মন ভারী হয় তখন। একসাথের সময়সঙ্গী সবাই সবকিছুই যখন আপনজন , হোক তা পলকমাত্রায়।

[ব্যাঙ্গালুরু। ০৫-১১-২০১৩।]

No comments:

Post a Comment