Sunday 24 June 2012


আজ ২১ শে ফেব্রুয়ারীএক ঐতিহাসিক ভাষা আন্দোলনের দিনআজ আবার লিখতে বসেছি,আজ ৬ই মার্চ।কোনও বিশেষ দিনের কথাতো মনে পড়ছে না।আজ ১৪ই মার্চ। এখন সকাল ৬টা।ভাল করে অন্ধকার কাটেনি ।খুব সুখকর পরিবেশ।ঠিক এমন সময় মন বলতে চায়-‘মধুর তোমার শেষ যে না পাই –প্রহর হল শেষ’-।হাল্কা মেঘের ছায়া সরায়ে,নরম কুয়াশার চাদর উঠায়ে,কে এলে এখানে আলতো  পায়ে’।আজ ১৫ই মার্চ,তেমন কিছু মনে পড়ছে না। অল্পক্ষণ আগেই ভোর হয়েছে,বাইরে পাখির ডাক মনে এক কি সুন্দর আবেশ আনছে।আরেব্বাবা!কী মজা।আজ ২৪শে মার্চ শুচিস্মিতা মায়ের শুভ জন্মদিন।আজ ৬ই মে,কত দিন পর “রোজ”খুললাম। আজ প্রতিপদের চাঁদ খুব বড় উঠেছে। কি দারুন দেখতে লাগছে।আজ আবার লিখতে বসেছি, কিন্তু তেমন মন লাগছে কৈ।

No comments:

Post a Comment